ড্রেনের উপর স্লাব না থাকায় চলাচলে অসুবিধা

রাজধানীর দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার জয়নাল মার্কেট সড়কের দেওয়ান বাড়ির মোড় এলাকায় রাস্তার মাঝখানে তৈরি ড্রেনের ওপর স্লাব না থাকায় অসুবিধা পোহাতে হচ্ছে স্থানীয়দের।
ড্রেনের উপর স্লাব না থাকায় চলাচলে অসুবিধা

সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য এর উপর কাঠের ঢাকনা দেওয়া হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা, ভ্যান ও মটর সাইকেলসহ অন্য ছোট যানবাহন।

ইউনিয়ন পরিষদের সারা না পেয়ে ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে গত বছর এই ড্রেনটি তৈরি করেন বলে জানান স্থানীয় বাসিন্দা রকিবুল হাসান।

কর্তৃপক্ষকে স্লাবগুলো বসানোর জন্য অনুরোধ করা হলে তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এই পথে নিয়মিত রিকশা চালান আব্দুল বাতেন।

তিনি বলেন, পার হওয়ার সময় যাত্রীদের নামিয়ে দেই রিকশা থেকে।

এ ব্যাপারে জানতে চাইলে ছয় নং ওয়ার্ডের সদস্য আমান উল্লাহ দেওয়ান বলেন, ঐ রাস্তার ড্রেন নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের স্লাবগুলো তৈরির কথা থাকলেও তারা করেনি।

কাজটি সম্পন্ন করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন বলেন, একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে স্লাবগুলো তৈরির জন্য বলা হয়েছিল। তারা যে এখনও স্লাবগুলো বসায়নি তা জানা ছিল না। তবে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com