শিশু হত্যার বিচারে স্বস্তি

সিলেটে শিশু আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবক ও শিশুরা।

মাত্র আট কার্যদিবসে সোমবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এ রায় ঘোষণা করেন।

এর আগে চলতি মাসের আট তারিখে রাজন ও রাকিব হত্যায় ছয় খুনির ফাঁসির রায় দেওয়া হয়। এই বিচারিক প্রক্রিয়াও শেষ হয় যথাক্রমে ১৭ ও ১০ কার্যদিবসে।

এ নিয়ে হ্যালোর সঙ্গে কথা হয় অভিভাবক ও শিশুদের।

এ ব্যাপারে ডাক্তার তারিন পারভিন বলেন, বাংলাদেশ শিশুদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

"আইনের এই অবস্থান শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলবে।"

শিশু সংবাদকর্মী আজমল তানজিম সাকির বলে, সঠিক বিচার কার্যক্রম অপরাধের পুনরাবৃত্তিতে বাধা সৃষ্টি করে।

"এই রায়কে আমি সাধুবাদ জানাই। শিশুদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে দেখে ভালো লাগছে।"

কলেজ পড়ুয়া বনানী আক্তার মনে করেন, নির্যাতনকারীরা দেশ ও জাতির শত্রু। আগামীর ভবিষ্যৎ নষ্ট করে তারা।

চলতি বছরের ১১ মার্চ সিলেটে চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনদিন পর ১৪ মার্চ রাতে নগরীর একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com