হাজং শিক্ষার্থীদের নিয়ে সেমিনার

নেত্রকোণার দুর্গাপুরে নিজের সম্প্রদায়ের অগ্রগতিতে করণীয় নিয়ে হাজং শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় নৃতাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে হাজং শিক্ষার্থীদের সংগঠন বাহাছাস’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন হাজংয়ের সভাপতিত্বে এই সেমিনার হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাজং নেতা ও বাহাছাস এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক স্বপন হাজং বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

অন্যদের মধ্যে বাংলাদেশ হাজং জাতীয় সংগঠনের সভাপতি খগেন্দ্র হাজং, সন্ধ্যা রানী হাজং, স্বপ্না হাজং, পল্টন হাজং, বিভুতি হাজং বাপ্পি উপস্থিত ছিলেন।

জেলার দুর্গাপুর উপজেলাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী মান্দিদের পাশাপাশি হাজং সম্প্রদায়েরও বাস রয়েছে। টংক আন্দোলন ও বৃটিশ বিরোধী আন্দোলনে এখানকার হাজং সম্প্রদায়ের রয়েছে সংগ্রামের ইতিহাস।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com