নির্বাচনের সময় দগ্ধ বিদ্যালয় মেরামত হয়নি আজও

ঝিনাইদহে গত জাতীয় নির্বাচনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া এক প্রাথমিক বিদ্যালয় মেরামত করা হয়নি এক বছরেও।

সম্প্রতি জেলার শৈলকুপা উপজেলার পৌর এলাকার ললিতমোহন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের সাতটি কক্ষের তিনটি আগুনে পুড়ে গেছে। এতে শ্রেণিসংকটে পড়েছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আপন সাহা বলে, আমরা ঠিকমতো ক্লাসে বসতে পারছি না।

“আমাদের বেঞ্চ কম।”

চতুর্থ শ্রেণিতে পড়ে ভূমিকা ভৌমিক তমা।

ও বলে, শ্রেণিকক্ষ কম থাকায় আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে।   

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দীন বলেন, বিদ্যালয়ে ৪০০ জন শিক্ষার্থী।

প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ ও আসবাবপত্র না থাকায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

“ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ মেরামত এবং নতুন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর রবিউজ্জমান জানান, ছেলেমেয়েদের সমস্যা বুঝতে পারছেন তিনি। সরকারি কোনো অনুদান আসলেই সংস্কারের কাজ করা হবে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, “আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি।

“বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত। তবে সরকার থেকে কোনো অনুদান আসেনি।”

ললিতমোহন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংতার শিকার হয়। ওই বছরের ৩ জানুয়ারি বিদ্যালয়টিতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বিদ্যালয়ের তিনটি কক্ষ, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com