অদম্য বিপ্লব

কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না। তবুও নিজের চেষ্টায় লেখাপড়া করে এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে বসেছে ঠাকুরগাঁওয়ের বিপ্লব রায়।

ওর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে। বাবা বাবুল চন্দ্র রায় ও মা পুতুল রাণী দুজনই দিন মজুরের কাজ করেন। এছাড়াও পরিবারে রয়েছে এক বোন। সে তৃতীয় শ্রেণিতে পড়ছে।

রোববার পীরগঞ্জ পিএস উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে দেখা মেলে বিপ্লবের। কথা হয় ওর স্কুল মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর সঙ্গে।

তিনি বলেন, বিপ্লব এই বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পড়ছে। ও কানে শোনে না, কথাও বলতে পারে না। ইশারা আর ঠোঁটের ভঙ্গি দেখে সবকিছু বুঝে নেয়।

লেখাপড়ায় বিপ্লব কেমন জানতে চাইলে তিনি জানান, মোটামুটি ভালো ছাত্র। সে নিয়মিত স্কুলে আসত। কোনো পড়া বুঝতে না পারলে তাকে আলাদা করে বোঝান হতো।

তিনি আরও বলেন, পিএসসির মডেল টেস্টে ও ফলাফল ভালো করেছে।

"আশা করছি পিএসসিতেও ভালো ফলাফলই করবে।"

স্কুলের উদ্যোগে তাকে শিক্ষা উপকরণ দেওয়া হতো বলে জানান তিনি।

লেখাপড়া করে বিপ্লব চাকরি করবে এবং মানুষ হবে এটাই চাওয়া এই প্রধান শিক্ষকের।

তিনি বলেন, "প্রতিবন্ধকতাকে জয় করে বিপ্লব অনেক বড় হবে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com