দখলকৃত শ্মশানের জমি উদ্ধারে প্রশাসন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মছলন্দপুর শ্মশান ঘাটের দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে সার্ভেয়ার জাকারিয়া হোসেন শ্মশান ঘাটে গিয়ে বেহাত হওয়া জমি মেপে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।

এসময় দখলদার স্কুল শিক্ষক আজাহারুল ইসলাম ও তার ভাই বন কর্মকর্তা আনারুল ইসলামসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ জানান, শ্মশানের জমি উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সে মোতাবেক কাজ চলছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার 'ঠাকুরগাঁওয়ে শ্মশানের জমি দখলের অভিযোগ' এই শিরোনামে হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম নামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com