‘অনিল বাগচীর একদিন’ এর প্রিমিয়ার

হুমায়ূন আহমেদ এর লেখা কাহিনী নিয়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ডিজিটাল ফরমেটে নির্মিত ১১৪ মিনিটের এই ছবিটি বিজয় দিবসে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

অনিল বাগচী চরিত্রে অভিনয় করেছেন আরিফ সাইদ। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, এস এম মোহসীন, খলিলুর রহমান কাদেরী ও মিশা সওদাগর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তরুণ অনিল বাগচীর বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করে। চিঠি পেয়ে ঢাকা থেকে বাড়ির পথে রওনা দেয় অনিল। রাস্তায় বাস থামিয়ে অনিলকে নিয়ে যায় আর্মিরা; কারণ, অনিল হিন্দু। রাতে নদীর ঘাটে অনিলকে গুলি করে মারে হানাদাররা।

মুহাম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী অবলম্বনে ছবি নির্মাণ করায় পরিচালক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

পরিচালক মোরশেদুল ইসলাম এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’, ‘দীপু নাম্বার টু’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমদের ছোট ভাই মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপিকা ইয়াসমিন হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এড. কামরুল ইসলাম এবং ছবির কলাকুশলীগণ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com