জমে উঠছে পুরনো শীতবস্ত্রের বাজার

গরম কাপড়ের জন্য বিত্তবানরা শীতের কাপড় কিনতে বড় বড় দোকানে ছুটলেও স্বল্প আয়ের মানুষরা ভিড় জমাচ্ছেন পুরনো কাপড়ের দোকানে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে দেখা যায়, প্রায় ১০-১২টি পুরনো কাপড়ের দোকান বসেছে। বাচ্চাদের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট, টুপিসহ সবই মিলছে এসব দোকানে। বড়দের জন্যও আছে কাপড়।

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে এখানে আসা মজিবর রহমান জানান, শহরে কাজে এসেছিলেন তিনি। কাজ শেষে ফেরার পথে বাড়ির জন্য কেনাকাটা করছেন।

এসব বাজারে কম দামে ভালো কাপড় পাওয়া যায় বলে জানান তিনি।

মেয়ের জন্য সোয়েটার কিনতে আসা রহিমা বেগম জানান, আর কয়েক দিন পর দাম ও ভিড় বেড়ে যাবে। তাই তিনি এখনি কাপড় কিনে রাখছেন।

মো. আলম নামে এক কাপড় ব্যবসায়ী জানান, চট্টগ্রাম থেকে এসব পুরনো কাপড় কিনে আনেন।

লাল মিয়া নামের আরেক ব্যবসায়ী জানান, বাজারে ক্রেতার সংখ্যা এখনও কম। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়বে বলে তিনি আশা করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com