ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা

রাজধানীর মুগদা এলাকায় মশার উৎপাত বেড়েছে। ফলে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী।

শনিবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়।

এ ব্যাপারে হাসপাতালের শিশু ও অটিজম বিভাগের চিকিৎসক ডা. জেবুন্নাহার বলেন, "মশা বাড়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে।

তিনি জানান, হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত ১৬ জন শিশুর মধ্যে এখন চারজন হাসপাতালে আছে।

“ওরাও এখন শঙ্কামুক্ত। তাদের তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে”, বলেন তিনি।   

এসময় তিনি অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন, "ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে এবং জ্বর না কমলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।"

মুগদা এলাকার বাসিন্দা আফরোজা নাসরিন বলেন, "মশার উৎপাতে আমরা খুব যন্ত্রণায় আছি। কিছুদিন আগেও এত মশা ছিল না।”

তার ছেলে নেফ্রলোজি সমস্যায় ভুগছে। এতে করে মশার কয়েল বা স্প্রে ব্যবহার করা যায় না। আবার মশারি দিলে গরমে অস্থির হয়ে পড়ে বলে তিনি খুব সমস্যায় আছেন।

এ ব্যাপারে রাজধানীর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সারোয়ার বলেন, "আমরা প্রতিদিন ড্রেন পরিষ্কারের ব্যবস্থা করছি।”

তাছাড়া সকাল-সন্ধ্যা মশা নিধন স্প্রে ব্যবহার করে মশা মারা হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com