নারী আসনে পুরুষ যাত্রী, ভোগান্তি

নারী আসনে পুরুষ যাত্রী, ভোগান্তি

গণপরিবহনে নারীদের জন্য নির্ধারিত আসনগুলোতেও পুরুষ যাত্রী বসে থাকায় নারীদের অনেক সময়ই দাঁড়িয়েই গন্তব্যে যেতে হয়। আর দাঁড়িয়ে থাকায় তারা শিকার হন নানা নিপীড়নের।

দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পুরুষের সঙ্গে লড়াই করে নারীদের গাড়িতে উঠতে হয়। গাড়িতে বসার জায়গা তো দূরে থাক, স্বস্তিমতো দাঁড়ানোরও জায়গা পান না তারা।

এই ব্যাপারে কথা হয় গৃহিণী নাসরিন পারভিনের সঙ্গে।

তিনি বলেন, "আমি প্রতিদিন বাচ্চাকে স্কুলে নিয়ে যাই। বাসেই যাতায়াত করতে হয়।

"বাসে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও অনেক সময় দেখা যায় সেখানে পুরুষ বসে আছে। কেউ কেউ সিট ছেড়ে দিলেও বেশিরভাগ সময়ই অনেকে বসেই থাকেন।"

বাসের ভেতরে হেল্পার বা পুরুষযাত্রীরা অনেক সময় অশোভন আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি।

ব্যাংক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, "নারীদের জন্য নির্ধারিত আসনে বসে থাকা পুরুষ যাত্রীদের সিট ছেড়ে দিতে বললে বাকবিতণ্ডায় জড়াতে হয়।"

তিনি আরও জানান, যাত্রীদের বাস থেকে নামানোর ক্ষেত্রে গতি কমিয়ে বাম পা আগে দিয়ে নামতে বলা হয়। যা ঝুঁকিপূর্ণ।

আর সঙ্গে বাচ্চা নিয়ে নামার সময়, ‘ওস্তাদ আস্তে সঙ্গে টেপ রেকর্ডার’  কন্ডাক্টারের এমন অশোভন মন্তব্য শুনতে হয় বলে অভিযোগ এ ব্যাংক কর্মকর্তার।

বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিয়া আফরিন স্বর্ণা বলেন, “আমি প্রতিদিন গাজীপুর থেকে বাসে করে ঢাকায় এসে কলেজ করি।

"পথে তিক্ত অভিজ্ঞতা ছাড়া আমার আর কোনো অভিজ্ঞতা নেই। পুরুষরা ধাক্কাধাক্কি করে আগে উঠে পড়ে বলে বাসে প্রায়ই বসার জায়গা পাই না।

“আর বাস কন্ডাক্টার ও অন্য পুরুষ যাত্রীদের অশালীন আচরণ তো রয়েছেই।”

তিনি আরও বলেন, "এসব বিষয়ে অভিযোগ করলে অনেকেই বলেন ভিড়ের ভেতর মেয়েদের ওঠার দরকার কী?"

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের নেতা এনায়েত উল্লাহ দাবি করেন পরিবহনে নারীদের ভোগান্তি দূর করতে তারা উদ্যোগী।

বিআরটিসি নারীদের জন্য যথেষ্ট বাসের ব্যবস্থা করলে এই সমস্যা অনেকটা কমে যাবে বলে মনে করেন তিনি।

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, "পরিবহনে নারীরা ভোগান্তির শিকার হচ্ছে। তবে মহিলা পুলিশ রাস্তা ঘাটে তেমন থাকে না বলে ভুক্তভোগিদের সরাসরি সাহায্য করা হয়ে ওঠে না।"

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com