গরুর প্রত্যাশিত দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া পশুর হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম থাকলেও গরুসহ অন্য পশুর দাম কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

শনিবার বড়দিয়া পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে ক্রেতা-বিক্রেতাদের সমাগম প্রচুর। নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় অনেক বিক্রেতা গরু নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন।

তবে প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে দাবি করছেন বিক্রেতারা।   

আকরাম শিকদার নামের একজন বিক্রেতা বলেন, "বৃষ্টির কারণে গরুর দাম চার থেকে পাঁচ হাজার টাকা করে কমেছে।"

দাম কম থাকায় গরু বিক্রি করেননি বলে জানিয়েছেন ইউসুফ শেখ নামের এক বিক্রেতা ।

তিনি বলেন, "সঠিক দাম পাচ্ছি না। তাই বাড়ি ফিরে যাচ্ছি।"

এ ব্যাপারে একজন বেপারি বলেন, "এখানে দাম কম হওয়ায় বেপারি ও স্থানীয় বিক্রেতারা ঢাকা, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন হাটে চলে যাচ্ছেন।"

আরিফ-উর রহমান নামের এক ক্রেতা বলেন, "তিনি ৪১ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। এতে তার লাভ হয়েছে।"

দাম কম হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে জাকির মোল্যা নামের আরেক ক্রেতা বলেন, "হাটে আজ দাম একটু কম।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com