নওগাঁর কামার পাড়ায় ব্যস্ততা নাই  

ঈদ-উল-আজহার মাত্র কদিন বাকি। তবু নওগাঁ শহরের কামাররা কাটাচ্ছেন অলস সময়।

পশু কোরবানিকে সামনে রেখে ব্যস্ততা বাড়ে কামার পাড়ায়। কিন্তু শুক্রবার সকালে সরেজমিনে উল্টো চিত্র দেখা গেলো শহরের বড় বাজারের কামার পাড়ায়। ক্রেতার অভাবে হতাশ কামাররা।

ওই বাজারের সুমন কর্মকার বলেন, “এই ঈদে ব্যবসা ভাল হয় বলে আমরা অপেক্ষায় থাকি। কিন্তু এবছর চাহিদা কম থাকায় বিপদে পড়েছি।”  

অপর কামার নিতাই কর্মকার জানালেন, ব্যবসার অবস্থা খুব খারাপ।

অন্যান্য বছরগুলোতে এই মৌসুমে তারা দম ফেলার সময় পেতেন না। এবার সেই তুলনায় কাজের চাপ নাই বললেই চলে, জানান তিনি।  

তবে চাহিদা কম থাকলেও পণ্যের বাজারদর বেশ ভাল বলে জানালেন তারা।

নিতাই জানান, প্রতিটি কাটারি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে। অন্যদিকে আকার ভেদে ছুরির দাম ১০০ থেকে ৬০০ টাকার মধ্যে।

ঈদের এখনও কিছুদিন বাকি থাকায় শেষ মুহূর্তে ব্যবসা বাড়বে বলে আশা করছেন দুজনেই।   

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com