ঠাকুরগাঁওয়ে দেশি গরুর দাম বেশি

ঠাকুরগাঁওয়ে কোরবানির পশু কেনাবেচা জমে উঠেছে। তবে দেশি গরুর দাম বেশি।

শনিবার জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার হাট ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমজমাট পশুর হাট। এবারের হাটে ভারতীয় গরু কম আসায় দেশি গরুর দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।

এমতাদুল হক নামে এক বিক্রেতা বলেন, “তিন বছর আগে এই (কাতিহার) হাট থেকেই ৩০ হাজার টাকায় গরু কিনেছিলাম। সেই গরু পালন করে এবার ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।”

ভারতীয় গরু কম থাকায় বেশি দামে গরু বিক্রি করতে পেরেছেন বলে জানান তিনি।

এদিকে দেশি গরুর দাম বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

রফিকুল নামে এক ক্রেতা বলেন, “৩০হাজার টাকার নিচে কোন ভালো গরু নাই। ভারতীয় গরু কম থাকায় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে।”

দাম বেশি হওয়ায় গরু কিনতে না পেরে আকবর আলী নামে এক ক্রেতা বলেন, “অন্য হাটে গিয়ে গরু কিনতে হবে। যা বাজেট ছিল সেই দামে গরু পেলাম না।”

তবে শেষ মুহূর্তে কোরবানির বাজার বেশ জমে উঠলেও বড় গরু বেচাকেনা কম হচ্ছে জানিয়ে রহিম আলী নামে এক গরু ব্যবসায়ী বলেন, “তবে এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা অনেক বেশি এবং বিক্রিও হচ্ছে প্রচুর।

“গরুর দাম এ জেলায় কম হওয়ায় স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ব্যাপারীরাও পশু কিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বেশি দামে বিক্রি করেন।”

জেলার পীরগঞ্জ উপজেলার কলেজ বাজার, বালিয়াডাঙ্গীর লাহিড়ীর পশুর হাটও ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com