‘জলাবদ্ধতার কারণ ড্রেনে জমে থাকা প্লাস্টিক-পলিথিন বর্জ্য’

সামান্য বর্ষণেই ঢাকা শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ ড্রেনে জমে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য বলে জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।

হ্যালোর সঙ্গে আলাপে তিনি বলেন, “সামান্য বৃষ্টিতে ঢাকা শহরের রাস্তা-ঘাট তলিয়ে যায়, ভোগান্তিতে পড়ে নগরবাসী। এর অন্যতম কারণ ড্রেনের জমে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য।

“প্লাস্টিক ও পলিথিনের বর্জ্যগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। ঠিকমত পানি অপসারিত না হতে পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।”

নিয়মিত ড্রেনের এই বর্জ্য পরিষ্কার করা হলে রাজধানীর অর্ধেক জলাবদ্ধতা দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

জলাবদ্ধতা কমাতে পলিথিনের ব্যবহার বন্ধে যথাযথ আইনের প্রয়োগ জরুরি বলে মনে করেন পবার এ নির্বাহী সাধারণ সম্পাদক।

নগরীর বাসিন্দা আব্দুল মালেক মিয়া বলেন, “নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার করা হলেও আবার ভরে যায়। কারণ আমরা নিজেরাই সচেতন নই। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলি; ডাস্টবিন ব্যবহার করি না।”

জলাবদ্ধতা নিরসনে নিজেদের সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-১ (উত্তরা) এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহসিন বলেন, “নিয়মিত ড্রেনের প্লাস্টিক-পলিথিনসহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করা হয়। তবে কাজটি পর্যায়ক্রমে একেক এলাকায় করা হয়ে থাকে।

জলাবদ্ধতা নিরসনে ওয়াসার খালগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত বলেও তিনি জানান।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com