ক্রিকেটারের বাসায় গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় শিশু গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গৃহকর্মীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থা মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে বলে কথা রয়েছে।

হ্যালোকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তি ও গৃহশ্রমিক নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে এই মানববন্ধন করা হবে।

বিজ্ঞপ্তিতে ক্রিকেটারের বাসায় নির্যাতিত মাহফুজা আক্তার হ্যাপির উন্নত চিকিৎসা ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয়েছে।

এছাড়াও সারাদেশের গৃহশ্রমিকদের উপর অব্যাহত নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং গৃহশ্রমিক সুরক্ষায় অবিলম্বে আইন প্রণয়নের দাবি করেছে তারা।

গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে রোববার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিকেটার শাহাদাত হোসেন। এর কয়েক ঘণ্টা পর উদ্ধার ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেছে, এই ক্রিকেটার ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন।

অসুস্থ অবস্থায় উদ্ধারের পর ১১ বছরের ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com