আগ্রাবাদ বেপারিপাড়া প্লাবিত

ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রামের আগ্রাবাদ বেপারি পাড়া, এক্সসেস রোডসহ নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার শুরু হওয়া বর্ষণে নগরীর এই এলাকার বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে৷

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে রাত থেকে শুরু হয় মূষলধারায়। গত ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে ১৪৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের দুর্ভোগের চিত্র। বিশেষ করে শিক্ষার্থী আর কর্মজীবী মানুষকে যানবাহন না পেয়ে অসহায় অবস্থায় পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পথে মিলন বড়ুয়া নামের একজন ট্রাফিক পুলিশকে পানিতে দাঁড়িয়ে ডিউটি করতে দেখা যায়। তিনি জানান, পানিতে দাঁড়িয়ে ডিউটি করা তার জন্য খুব কষ্টকর।

সপ্তম শ্রেণির ছাত্রী আলিফা বলে, “হাঁটুপানি ডিঙিয়ে স্কুলে যাওয়া-আসা করতে ভিজে যাই।

“জোয়ার ও বৃষ্টির পানি একসাথে হয়ে আমাদের বাসাতেও পানি ঢুকে গেছে। আর এই পানির সাথে ময়লা আবর্জনাও ঢুকে পড়েছে।”

বেপারিপাড়ার বাসিন্দা জসিম জানান, এই বৃষ্টির সাথে জোয়ারের ঢল নেমে কখনও হাঁটু পানি, কখনও কোমর পানিতে তাদের চলাচল করতে হচ্ছে। শিশুদের চলাচল আরও কঠিন হয়ে পড়েছে।

বিভিন্ন এলাকার সড়ক ছাপিয়ে বৃষ্টির পানি দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে। জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে যানজটও হচ্ছে। সাধারণত এ অঞ্চল জোয়ারের পানিতেই প্লাবিত হয়ে যায়।    

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com