প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে মেরে বই কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

ছাত্রের দাদি তাহেরা খাতুন এর প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, গত বুধবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের বরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সুমন আলী তার প্রধান শিক্ষক আলী আকবরের প্রথম শ্রেণি পড়ুয়া ছেলে রিফাতের সাথে ঝগড়া করে।

এ ঘটনায় প্রধান শিক্ষক সুমনকে ক্লাস রুমে নিয়ে বেত দিয়ে পিটিয়ে বই কেড়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাড়ির লোকজন জানান, সুমন শিক্ষকের ভয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ঘটনার তদন্ত করছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন,"ঘটনার তদন্ত চলছে। এখনই কিছু বলা যাবে না।"

উপজেলা নিবার্হী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনাটি অস্বীকার করে প্রধান শিক্ষক আলী আকবর বলেন,"পূর্ব আক্রোশের কারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com