পানিবন্দী ভজনপুরবাসী

পানি বেড়ে যাওয়ায় করতোয়া নদীর  আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অনেক গ্রামের মানুষ।

বুধবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে ঘরে ঘরে পানি ঢুকে গেছে। কলাগাছের ভেলায় করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে মানুষ। বাচ্চারা স্কুলেও যাচ্ছে ভেলায় চড়ে।

ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া স্বপন জানায়, তাদের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তাটি ডুবে গেছে। বাড়িতেও পানি উঠেছে।

একই স্কুলের রঞ্জু জানায়, পানি বেশি হওয়ায় মা-বাবা স্কুলে যেতে দেন না। এতে তারা পিছিয়ে যাচ্ছে।

"গত কয়েকদিন ধরেই স্কুলে যাই না।"

শান্তি রানী নামের এক অভিভাবক জানান, বৃষ্টি হলেই তাদের চলাচলে রাস্তায়, বাড়িতে পানি ওঠে। নিজেদের কোন কাজ ঠিকমতো হয় না।

বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com