'ফেইসবুক আসক্তিতে ক্ষতি হয় লেখাপড়ার'

ফেইসবুকে আসক্তির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হয় বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা।

ফেইসবুক ও ইন্টারনেটের প্রভাব নিয়ে কথা হয় অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে।

ইন্দ্রানী বিশ্বাস (৩৫) নামের এক অভিভাবক জানান, তার ছেলে নবম শ্রেণিতে পড়ে। ফেইসবুক ও ইন্টারনেটে এতোটাই আসক্ত হয়ে গেছে যে এ ব্যাপারে তাকে কিছু বললে সে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে।

তিনি জানান, ইন্টারনেটের যথেষ্ট গুরুত্ব আছে। তবে এতে আসক্ত হলে পড়ালেখার ক্ষতি হয়।

গোপালগঞ্জের রামদিয়া শ্রীকৃষ্ণ শশিকমল বিদ্যাপীঠে দশম শ্রেণিতে পড়ে ইমন কাজি।

সে বলে, অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ওঠার সময় সে খুব ভালো ফলাফল করে। এরপর ফেইসবুকে অনেক বেশি সময় দিতো বলে নবম শ্রেণির পরীক্ষায় ভালো করতে পারেনি।

"আমি নিজেকে ইন্টারনেট ও ফেইসবুক থেকে দূরে থাকতে চাইতাম। কম কম ব্রাউজিং করতে চাইতাম। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না।

"লেখাপড়ায় মন দিতে পারতাম না। সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতাম।"

ইন্টারনেট ও ফেইসবুক নিঃসন্দেহে একটি ভালো মাধ্যম কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে মাঝে মাঝে অনেক ক্ষতি হয়ে যায় বলে মনে করে ইমন।

এ ব্যাপারে গোপালগঞ্জের রামদিয়া সরকারি এসকে কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যাপক প্রদীপ কুমার অধিকারীর সঙ্গে কথা হয়।

তিনি বলেন, ইন্টানেটের অতিরিক্ত ব্যবহার কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। এটা শিক্ষার্থীদের বোঝা উচিত।

এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com