'চিত্রগাথায় শোকগাথা' আলোকচিত্র প্রর্দশনী

জাতীয় শোক দিবসে তরুণ প্রজন্মকে উৎসর্গ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত  ‘চিত্রগাথা শোকগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রর্দশনী হয়ে গেল।  

মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১৩ অগস্ট থেকে এই প্রদর্শনী শুরু হয়ে ১৫ অগস্ট রাত দশটায় শেষ হয়েছে। 

প্রদর্শনী উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনেকের মতই নালন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেন আয়মান মোহ (১২) ও মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মুনতাসির হোসেন ধ্রুব প্রদর্শনী দেখতে আসে তাদের বাবার সাথে। 

তারা জানায়, এর আগে বইয়ে, খবরের কাগজে বঙ্গবন্ধুর ছবি দেখেছে। টিভির অনুষ্ঠানেও দেখেছে, কিন্তু বিস্তারিত কিছু জানার সুযোগ পায়নি। এই প্রদর্শনীতে এসে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে।      

অদেখা ও বিরল কিছু ছবি প্রদর্শিত হয়েছে এখানে। রয়েছে ক্যানভাসে ক্যানভাসে দেশবরেণ্য চিত্রশিল্পীদের আঁকা ছবি। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ এসেছেন প্রদর্শনী দেখতে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com