অবিরাম বৃষ্টিতে রাজশাহী প্লাবিত  

বিরামহীন বৃষ্টি ঝরে চলেছে রাজশাহীতে। টানা বর্ষণে ডুবে গেছে রাজশাহীর অনেক রাস্তাঘাট। ঘরের বাইরে যেতে পারছে না মানুষ। এটিকে ঘূর্ণিঝড় ‘কোমেনে’র প্রভাব বলে অনেকে ধারণা করছেন।

শুক্রবার রাত থেকে রাজশাহী নগরের সাহেব বাজার, জিরো পয়েন্ট, নিউ মার্কেট, হেতেম খাঁসহ আরও এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও শহর ও উপশহর এলাকার বিভিন্ন পথ জলের নিচে।  

রাজশাহী অঞ্চলের আবহাওয়া অফিস থেকে জানা যায় গত ২৪ ঘণ্টায় ৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টি আরো কয়েকদিন থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

রাস্তাঘাটে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিতে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়া আদায় করছে রিকশা ও অটো চালকরা।

মামুন নামে একজন পথচারী জানায়, “তিনি লক্ষ্মীপুর থেকে কলাবাগান এসেছেন রিকশায় ৩০ টাকায় যেখানে সাধারণ দিনে ভাড়া ১৫ টাকা।”

যানবাহন সঙ্কটের কারণে বিপদে পড়েছে শিক্ষার্থীরা। স্কুল কলেজে যেতে পারছে না অনেকে।এই বৃষ্টি তাদের গৃহ বন্দী করে ফেলেছে।

আবার ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। বৃষ্টিতে মানুষ বাহির না হওয়ায় বেচাকেনায় মন্দা চলছে। মুদির দোকানদার আলম জানান, “গত দুইদিন থেকে বৃষ্টির কারণে নতুন মাল আনা হয় নি ফলে বেচা বিক্রি কমে গেছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com