ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুরে ছাত্র হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুরের সব স্তরের ছাত্রছাত্রীদের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

নিহত সিরাজুম মনির সাকিব (১৪) সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের ছাত্র।

সাকিব হত্যার এক মাসেরও বেশি সময় পার হয়েছে বলে অভিযোগ করে মানববন্ধনে আসা ওই বিদ্যালরে দশম শ্রেণির এক শিক্ষার্থী।

সমাবেশে বক্তারা বলেন, পুলিশ আজও হত্যাকাণ্ডের রহস্য ভেদ করতে পারেনি। এসময় পুলিশের ব্যর্থতায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

গত ১৩ জুন রাতে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থান সংলগ্ন ভাড়া বাসা থেকে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় স্কুল ছাত্র সাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় বাসায় একাই ছিল সে। বাবা-মা তার ছোট বোনকে নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন।

এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গত ১৪ জুন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com