ছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছাত্রের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সুধী সমাজের আয়োজনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সব শ্রেণির মানুষ অংশ নেন।

হামলার শিকার তানজিল আহমেদ বন্ধন ঢাকা কলেজের বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র।

গত ১৭ জুলাই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো চাপাতি ও দা দিয়ে আঘাত করে।

পরে তার চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এ বিষয়ে বন্ধনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের-খ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আটজনকে আসামী করে মামলা করেছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com