পদ্মায় ভাঙনের মুখে প্রাথমিক বিদ্যালয়

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নদীর প্রবল স্রোতে অবিরাম পাড় ভাঙতে থাকায় নদী স্কুলের কয়েক গজের মধ্যে চলে এসেছে।

এই মুহূর্তে ভাঙন ঠেকানো না গেলে কয়েক দিনের মধ্যেই বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন এলাকাবাসী।

কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়া জানান, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন।

এছাড়া ভাঙন রোধে বাঁধ নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বালুর বস্তা ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।

চেয়ারম্যান খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, বলেন তিনি।

এ ব্যাপারে শিবালয় উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক মিয়া জানান, বিদ্যালয়টি ভাঙনের ব্যাপারে তাকে জানানো হয়েছে।

"বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিংও করেছি। যদি ভাঙন ঠেকানো না যায় তাহলে বিদ্যালয়টি স্থানান্তরের জন্য জমিও ঠিক করে রাখা হয়েছে।"

এছাড়া নদীর ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুজন বলে, "স্কুলটি ভেঙে গেলে আমাদের লেখাপড়াও বন্ধ হয়ে যাবে।"

স্থানীয় বাসিন্দা স্বাধীন মিয়া জানান, এই এলাকায় বসবাসকারীরা দরিদ্র হলেও সবাই মিলে ভাঙন ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে।

"সবাই মিলে নদীর পাড়ে বাঁধ দেওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি বাঁশ সংগ্রহ শুরু করেছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com