রাজন হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন

ঠাকুরগাঁওয়ে শিশু রাজন হত্যার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।  

বুধবার রাতে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা রাজন হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গত ৮ জুলাই জালালাবাদের কুমারগাঁওয়ের ১৩ বছর বয়সী রাজনকে পিটিয়ে হত্যার পর তার ভিডিও নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবদের ঝড় ওঠে।

গণমাধ্যমে প্রকাশ, রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলাম সৌদি আরবে চলে গেলেও সেখানে প্রবাসীদের সহযোগীতায় তাকে ধরা হয়। তার ভাই মুহিত আলমকে ঘটনার দিনই লাশসহ ধরে পুলিশে দেয় জনতা। হত্যা মামলার আরেক আসামি ময়না চৌকিদার গ্রেপ্তার হন মঙ্গলবার রাতে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com