মার্কেটে ঢোকার পথে জনদুর্ভোগ

রাজশাহী শহরের আরডিএ মার্কেটের পাশের গলিটি বৃষ্টি না হলেও কাদাপানি আর আবর্জনায় চলাচলের অযোগ্য হয়ে থাকে।

আর বৃষ্টি হলে সেখানে ঢোকাই যায় না। রাস্তাটির এ রকম দশার কারণে ক্রেতা-বিক্রেতা উভয়কেই নাকাল হতে হয়। তবু এর মেরামতি নিয়ে হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

বাজার ফেরত সিনথিয়া (১৮) জানান, এ পথে আসতে-যেতে খুব কষ্ট হয়।

তিনি বলেন,“কোনো কিছু কেনার পরে খারাপ রাস্তার কারণে কোনো রিক্সা পাওয়া যায় না। বাজার বয়ে নিয়ে রিকশা পেতে অনেকটা পথ হাঁটতে হয়।”

আরডিএ মার্কেটের এক দোকানের কর্মচারি সূর্য (১৭) জানান, কাদা-পানি-আবর্জনা পচে এমন অবস্থা হয় যে মালামাল বাইরে থেকে দোকানে আনতে খুব কষ্টের মধ্যে পড়তে হয়।

“এরকম দুর্ভোগের কারণে ক্রেতার সংখ্যাও কমে যায়”, বলে সে। 

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহীতে নানা রকম উন্নয়নমূলক কাজ হলেও এ রাস্তাটি এখনও অবহেলিত।

বিক্রেতারা দোকানের সব রকমের ময়লা আবর্জনা রাস্তার মাঝখানে স্তুপ করে রাখে। রোজায় যোগ হয়েছে ইফতারির উচ্ছিষ্ট।

সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিজামুল আজিম নিজাম জানান, নগরের পরিচ্ছন্নতা কর্মকর্তাকে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করতে বলবেন। এরপর অবস্থা বুঝে পদক্ষেপ নেবেন তিনি।  

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com