রোজায় বদলে গেল বাজার দর

রোজার শুরুতেই গাজীপুরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর তালিকা মতে, বৃহস্পতিবার সরকারি হিসেবে দাম বেড়েছে ছয় ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের।

শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোতে প্রায় ২০-৪০ টাকা করে দাম বেড়েছে।

সাদিয়া আফরিন নামের এক ক্রেতা জানান, তিনি গত সপ্তাহের ৩৫০ টাকা কেজিতে গরুর মাংস কিনলেও সেটা এখন ৪০০ টাকা কেজি।

পাঙ্গাস মাছ গত সপ্তাহে ১১০ থেকে ১৩০ টাকা কেজিতে পাওয়া গেলেও এটা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা দরে।

মনিরুল ইসলাম নামের আরেক ক্রেতা জানান, পাঙ্গাস মাছের দাম বরাবর লাগালের মধ্যে থাকলেও এবার সেটাতেও দাম বেড়েছে।

কাওরাইদ বাজারের মাছ বিক্রেতা আবুল কালাম জানান, তারা আড়ৎ থেকে বেশি টাকা দিয়ে মাছ কিনে এনেছেন। তাই বেশি দামে বেচতে হচ্ছে।

তবুও তাদের খুব একটা লাভ হচ্ছে না বলে জানান তিনি।

আসমা আক্তার জানান, তিনি দুদিন আগেই শসা কিনেছেন ২৫ টাকা কেজিতে। মাত্র দুদিনের ব্যবধানে তা ৬০-৮০ টাকা হয়ে গেছে।

"কেজিতে ৩৫-৪০ টাকা ব্যবধান। বাজার মনিটরিং প্রয়োজন।"

এছাড়া গত সপ্তাহে ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন ৯০-১০০ টাকায়, ৩০ টাকার কাঁচা মরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আর ধনে পাতা কেজিতে ২০০ টাকা ছাড়িয়ে গেছে।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী পেঁয়াজ আমদানিতে সুবিধা দেওয়ার পরও ব্যবসায়ীরা পেঁয়াজের দামও বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ১০-১৫ টাকা।

তবে আব্দুস সালাম নামের পেঁয়াজ বিক্রেতা জানান, পেঁয়াজের দাম যা বেড়েছে তাই থাকবে; আর বাড়বে না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com