খুলনায় শিশুরা পেল সাংবাদিকতার প্রশিক্ষণ

শিশু সুরক্ষার বিষয়গুলো সংবাদে তুলে আনার উপর শিশুদের প্রশিক্ষণ হয়েছে।

দুদিনব্যাপী এ প্রশিক্ষণে শিশু সুরক্ষা, শিশু অধিকার, বাল্যবিবাহ, পাচার, শিশু-নির্যাতন বিষয়ে দক্ষতার কলাকৌশল শোখানো হয়।

খুলনার রূপসায় সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় শিশুদের হাতেকলমে শেখান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়।

শিশু সাংবাতিকতায় দক্ষতা বৃদ্ধি ও পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচিতে সভাপতি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটিনেট প্রকল্প পরিচালক প্রভাস চন্দ্র বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হসেন মিন্টু।

১৩ ও ১৪ জুনের এই কার্যক্রমে বিভিন্ন জেলার ২৫জন শিশু অংশ নেয়। সংবাদ পরিবেশন ছাড়াও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের উপায়গুলোও জানানো হয়।

ওয়ার্ল্ড ভিশন শিশু সুরক্ষায় নানা ধরনের কাজ করে থাকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com