গণপরিবহণে শিশু চালক

ঢাকা শহরের বিভিন্ন সড়ক দাবড়ে বেরানো ফিটনেসহীন গাড়ি 'লেগুনা'র বেশির ভাগ চালকই কিশোর।

অনুমোদনহীন এইসব গাড়ির কিশোর চালকরা অদক্ষ হওয়ায় দিন দিন দুর্ঘটনা বাড়ছে। গাড়িগুলো প্রশাসনের নাকের ডগা দিয়েই চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন অনেকে।

ঢাকা শহরের বিভিন্ন রাস্তা ঘুরলেই চোখে পড়ে এসব গাড়ি। দেখা যায় এসব গাড়ির প্রায় সব চালকই শিশুকিশোর।

কথা হয় কিশোর চালক সামিমের সঙ্গে। ও মিরপুর ১১ নম্বরের কালশি বস্তিতে থাকে। বয়স ১৬ বছর। বাবা-মার ওপর বোঝা হয়ে থাকবে না বলেই পড়ালেখা ছেড়ে গাড়ি চালায় সে।

ঝুঁকিপূর্ণ এই কাজে লাভ বেশি আর অন্যের ধমক শুনতে হয় না বলেই সে এটাকে পেশা হিশেবে বেছে নিয়েছে।

কথা হয় ওই গাড়ির মিজান নামের এক যাত্রীর সঙ্গে। জীবনের ঝুঁকি নিয়ে এসব গাড়ি চড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় গাড়ির সংকট। বাধ্য হয়েই অফিসে আসা-যাওয়ার জন্য এই পরিবহণে চড়ি।

"এছাড়া শুধু লেগুনা কেন সব গাড়ির চালকই অদক্ষ আর ছোট।"

এ ব্যাপারে মিরপুর ১১ নম্বরের পূরবীতে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মামুনের সঙ্গে কথা হয়।

তিনি বলেন, "আমরা প্রতিনিয়ত এসব পরিদর্শন করছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com