টহলে পুলিশ তবু ইভটিজিং

গোপালগঞ্জে স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে।

পৌরসভা ভবনের পেছনের রাস্তায় প্রতিদিন বসে বখাটেদের আড্ডা। এ পথেই আসা যাওয়ার সময় স্বর্ণকলি ও শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উত্ত্যক্তের স্বীকার হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এক শিক্ষার্থী জানায়, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই তাদের খুব বাজে বাজে কথা শুনতে হয়।

আরেক শিক্ষার্থী জানায়, শুধু বিরক্ত করে তাই নয়, মাঝে মাঝে কাছে এসে মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ে। 

এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ওই পথ দিয়েই আরও কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিল। এদের সঙ্গে একজন অভিভাবক থাকার পরও মেয়েদের উত্ত্যক্ত করে বখাটেরা।

ওই অভিভাবক জানান, সব প্রশাসনিক ভবনগুলি এদিকেই। টহল পুলিশও আছে। তবু বখাটে ছেলেদের হাত থেকে এখানেও মেয়েদের নিস্তার নাই।     

"এখানকার নিরাপত্তা ব্যবস্থা যদি এমন হয় তাহলে অন্য জায়গায় মেয়েদের কি অবস্থা হচ্ছে?"

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, এই সমস্যার সমাধানে তারা সচেষ্ট আছেন।  

তিনি বলেন, "আমি একা কাজ করলে হবে না। সবার এগিয়ে আসতে হবে। অন্যদেরও সচেতন হতে হবে।

"সমস্যাটি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে যা করা প্রয়োজন তা করতে কোথাও ত্রুটি রাখা হবে না।"

তবে এ ব্যাপারটিকে গুরুত্বপূর্ণ ভাবছেন না পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার মো.আলিমুজ্জামান বিটু।

তিনি বলেন,"ব্যাপারটা যত বড় করে দেখা হচ্ছে সেটা তত বড় না, আর বিষয়টি এত গুরুত্বপূর্ণও না।”

"তবুও প্রশাসনকে জানিয়েছি।"  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com