হ্যালোর উৎসবের রেশ কাটেনি

হ্যালোর বই প্রকাশ নিয়ে উদ্দীপনার রেশ এখনও শিশু সাংবাদিকদের মধ্যে। যারা ঢাকার উৎসবে যেতে পারেনি তারাও হাতে বই পেয়ে দারুণ অনুপ্রাণিত।

গত ১৯শে এপ্রিল হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শিশুসাংবাদিকদের নির্বাচিত লেখা নিয়ে ‘আমার কথা আমাদের কথা’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এই প্রকাশনা উৎসব নিয়ে কথা হয় বিভিন্ন জেলার কয়েকজন শিশু সাংবাদিকের সঙ্গে।

উৎসবে অনুপস্থিত শিশুসাংবাদিক অনিকের উপস্থিত না হতে পারার কারণ জানতে চাইলে, পড়াশোনা নিয়ে  ব্যস্ত থাকার কারণে সে উপস্থিত হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করে।

“হ্যালোর উৎসবে উপস্থিত হতে  না পারলেও আমার অনুপ্রেরণার কমতি নেই। আমি বইটির নির্বাচিত অন্যান্য লেখক শিশুসাংবাদিকদের মত কাজ করে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চাই”, বলে তন্ময়। 

রাজশাহীর জান্নাতুল মাওয়া সিফা অনুষ্ঠানে আসতে পারেনি কিন্তু ও লিখে পাঠিয়েছে তার প্রতিক্রিয়া।

ও বলে, “আমি হ্যালো থেকে পাঠানো ‘আমার কথা আমাদের কথা’বইটি উপহার পেলাম। সেখানে আমার তিনটি লেখা জায়গা পেয়েছে।

সজিবুল হাসান জানায়, হ্যালো উৎসব ওর শিশু সাংবাদিকতায় নতুন করে অনুপ্রেরণা যুগিয়েছে। এতে সাংবাদিকতায় তার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে গেছে। ও অনুষ্ঠানে হাজির ছিল বলে খুব আনন্দিত।   

সবাই আরও বেশি বেশি উৎসব অনুষ্ঠান আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে।  

এ উপলক্ষ্যে আয়োজিত উৎসবে অতিথিদের  উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও অন্যরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com