সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

একটু বৃষ্টি হলেই কুড়িগ্রামের রৌমারী সিজি জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠটিতে পানি জমে যায়।

পানি জমে থাকার কারণে দিনের পর দিন ভোগান্তিতে থাকেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের পাশের বাজারের প্রধান সড়ক থেকে বিদ্যালয়টি অনেক নিচু স্থানে অবস্থিত। বৃষ্টি হলেই বাজারের সব পানি স্কুল মাঠে এসে জমে। সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।

বিদ্যালয় মাঠে জমে থাকা পানি দিয়ে দুর্গন্ধ ছড়ায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

বিকল্প কোনো পথ না থাকায় শিক্ষার্থীরা এই পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়ারা বলেন, অনেক বার
বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।

এ ব্যাপারে এলজিইডির রৌমারী উপজেলা প্রকৌশলী বলেন, "জলাবদ্ধতার বিষয়টি এই প্রথম শুনলাম। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com