রিকশা চালিয়ে ভাইকে পড়াতে চায় সাগর

সংসারের হাল ধরতে ও ভাইয়ের লেখাপড়ার খরচ জোগাতে রাজশাহীতে রিক্সা চালাচ্ছে সাগর নামের একটি শিশু।

ওর বয়স ১৩ বছর। স্কুলের ছেলে মেয়েদেরকে নিজের রিক্সায় করে স্কুল গেইট পর্যন্ত পৌঁছে দিলেও কোনো দিন সেই গেট মাড়িয়ে নিজে লেখাপড়ার জন্য স্কুলে যাওয়া হয় নি।  

শনিবার সকালে রাজশাহী রেল স্টেশনের কাছে আমার সঙ্গে কথা হয় সাগরের।

ও জানায়, তারা দুই ভাই। বাবা-মা দুজনেই বেঁচে কিন্তু একসাথে থাকেন না তারা। বাবা ট্রাকচালক। তিনি ঢাকায় থাকেন আরেকজন স্ত্রীকে নিয়ে। 

তার মা আর ছোট ভাই থাকে নওগাঁ জেলার সাবাই হাট এলাকায় নানির কাছে। আর সাগর রাজশাহী শহরের অন্য কয়েকজন ছেলের সাথে ডাবতলায় একটা ঘর ভাড়া নিয়ে থাকে।     

“শহরে প্রথম এসে কোনো কাজ না পাওয়ায় স্টেশনে কুলির কাজ করতাম। কিন্তু এতে যা রোজগার হতো তা দিয়ে নিজের খরচই ঠিকমতো চলত না।  

“মাকে টাকা পাঠানোর জন্যে কুলির কাজ ছেড়ে রিকশা চালাতে শুরু করি।”   

এতে তার দৈনিক রোজগার হয় ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। ৩০ টাকা রিক্সা মালিককে জমা দিতে হয়। বাকি টাকা দিয়ে কোনোরকমে থাকা-খাওয়ার পরে যে টাকা বাঁচে তা পাঠাতে হয় মাকে।

দুই বছর ধরে সাগর রিক্সা চালাচ্ছে। সে লেখাপড়া করতে না পারলেও তার পাঠানো টাকা দিয়েই ছোট ভাই পলাশ স্কুলে পড়ে। ও দ্বিতীয় শ্রেণিতে পড়ে।  

ছোট বয়সেই যেহেতু রোজগার করছে তাই কোনো নেশা করে কি না এর জবাবে বলে, “ আমার সাথে যারা থাকে তারা নানারকম নেশা করে কিন্তু আমি কোনো রকম নেশা করি না।

“কারণ আমি পড়ালেখা করতে পারিনি তাই আমার চিন্তা আমি আমার ছোট ভাইকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com