যানজটে নাকাল ঢাকাবাসী

“আধা ঘন্টার রাস্তা যাইতে লাগে এক ঘন্টা। সময়তো নষ্ট হয়ই আবার জ্যামের কারণে রিকশা চালাইতেও বিরক্ত লাগে। আর এখন আবার জ্যামের জন্য কিছু জায়গায় কোনমতে যাওয়াই যায় না।”

কথাগুলো বলছিলেন রাজধানী ঢাকার একজন রিকশাচালক। তাকে যানজটের কথা বলতেই চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে ক্ষোভ আর রাগ।

ভোগান্তির শিকার সাধারণ মানুষদেরও সীমাহীন ক্ষোভ এই যানজটের ওপর।

ভোগান্তির শিকার পৃথা নামের এক স্কুল ছাত্রী জানায়, যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে না।                

মুক্তা নামের আরেক শিক্ষার্থী জানায়, গাড়িতে বিরক্ত হয়ে বসে থেকে থেকে নেমে হাঁটতে শুরু করে সে। এতে ক্লাসে দেরি হয়ে যায় অনেক সময়।

মো. বশিরুল ইসলাম নামের একজন অভিভাবক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রায়ই দেখতে পাওয়া যায় প্রচুর যানজট। যেখানে সেখানে পার্ক করা থাকে প্রাইভেট কার। আর এই প্রাইভেট কারগুলো জায়গা দখল করে রেখেছে রাস্তার প্রায় অর্ধেক। আর এর ফলে সব জনগণকেই পোহাতে হচ্ছে দুর্ভোগ।

আবার অনেকেই অপরিকল্পিত নগরায়নকে যানজটের কারণ হিসেবে দাবি করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com