ভূমিকম্পে আহত স্কুল শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে রোববার দুপুরের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামার সময় পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।   

অভিভাবক ও শিক্ষকরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন।

ভূমিকম্পের সময় বিদ্যালয়ে প্রথম সাময়িকের গণিত পরীক্ষা চলছিল। এ ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ওই দিনের পরীক্ষা স্থগিত করেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও ওসি মকবুল হোসেন।

এদিকে শনিবারের ভূমিকম্পে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সরেজমিনে দেখে ভবনটি প্রাথমিকভাবে পরিত্যক্ত ঘোষনা করেন।

এসময় প্রথম সাময়িকের বাকি পরীক্ষাগুলো ভবনের বাইরে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছে।

তাছাড়া শনিবারের ভূমিকম্পে ফাটল দেখা দেওয়া ভবন সম্পর্কে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com