'শিশুদের জন্য নিরাপদ ঢাকা'

একাত্তর টিভির উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এর মেয়র পদপ্রার্থী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শতাধিক শিশুকে নিয়ে আয়োজিত হয় ‘শিশুদের জন্য নিরাপদ ঢাকা’ নামের একটি অনুষ্ঠান।

বুধবার বিকেল ৩টেয় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশনে এই অনুষ্ঠান হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর মেয়রপ্রার্থী আনিসুল হক, নাদের চৌধুরী ও জুনায়েদ সাকি এবং ঢাকা দক্ষিণ এর মেয়রপ্রার্থী সাঈদ খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিথিলা ফারজানা।

অনুষ্ঠানে শিশুরা মেয়রপ্রার্থীদেরকে শিশুদের নিরাপত্তা,এলাকার উন্নয়ন সম্পর্কে নানান প্রশ্ন করে।

প্রশ্নের উত্তরে তারা বলেন, মেয়র হিসেবে নির্বাচিত হলে তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবেন, এলাকার উন্নয়ন করবেন, রাস্তা ঠিক করবেন, হাসপাতাল তৈরি করবেন এবং বস্তির শিশুদের জন্য স্কুল তৈরি করবেন।

এছাড়া সাঈদ খোকন বলেন, তিনি নির্বাচিত হলে পুরান ঢাকায় একটি শিশু পার্ক তৈরি করবেন এবং পার্কে প্রতি সপ্তাহে দুই দিন শিশুদের সাথে সময় দিবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com