প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক ও একাদশ শ্রেণির 'খ' শাখার শ্রেণি শিক্ষক মোহাম্মদ নাজমুস সাকিব শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।   

শিক্ষার্থীদের অভিযোগ, ফলাফল খারাপের অজুহাতে প্রভাষক মোহাম্মদ নাজমুস সাকিব ওই শাখার সব ছাত্রদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, তিনি আমাদের পড়তে যেতে বলেছেন তার কাছে। না পড়লে ভবিষ্যতে কোনো সহযোগিতা না করার এবং সেই সঙ্গে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেছে, যারা স্যারের কাছে পড়ে না তাদেরকে ছুটির পর ক্লাসে বসিয়ে রেখে অপমান করেন।
আরেক শিক্ষার্থী জানায়, আমার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। আমার প্রাইভেট পড়ার সামর্থ্য নেই। তারপরও স্যার আমাকে বাধ্য করেছেন।

"কিছুই করার নেই স্যারের কাছে আমরা জিম্মি।"

এই ব্যাপারে ফোনে তার সাথে যোগাযোগ হলে তিনি প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন,"আমি ভালো ফলাফলের জন্য ওদের আলাদাভাবে পড়তে বলেছি কিন্তু চাপ দেইনি।

"এইচএসসি পরীক্ষার জন্য কলেজ প্রায় এক মাস বন্ধ থাকবে। এই গ্যাপ পূরণ করতে ওদের ভালোর জন্যই পড়তে বলেছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com