রোববার হ্যালোর উৎসব

হ্যালোতে বছরব্যাপী প্রকাশিত শিশুদের নির্বাচিত লেখা নিয়ে বই প্রকাশ উপলক্ষে উৎসব হতে যাচ্ছে।

ঢাকার হোটেল রেডিসনে ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব হলে ১৯ এপ্রিল, রোববার, বিকাল ৪টায় হ্যালোর শিশু সাংবাদিকদের নির্বাচিত লেখা নিয়ে তৈরি এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হতে যাচ্ছে।  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচনে সম্মতি দিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও অন্য অতিথিরা।

এছাড়াও ঢাকাসহ দেশের অন্য জেলার শতাধিক শিশু সাংবাদিকেরা এই উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে। উৎসবের অংশীদার গ্রামীণফোন।

২০১৩ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে বাংলায় বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চালু হয়।

শিশুদের জন্য শিশুরাই এই সাইটে দেশ-বিদেশের নানা বিষয়ে লিখে থাকে। ইউনিসেফের সহযোগিতায় সাইটটি প্রথম বছরেই দেশ-বিদেশে দৃষ্টি কাড়ে। এ বছর গ্রামীণফোনের অংশীদারিত্বে ২৪টি জেলায় শিশু সাংবাদিক বাছাই কর্মসূচি ও প্রশিক্ষণ পরিচালিত হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com