এইচএসসি নিয়ে শঙ্কায় পরীক্ষার্থীরা

পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। সবাই পরীক্ষার সময় সূচি হাতে পেয়েছে। তবে হরতাল অবরোধ চললে ঠিকমত পরীক্ষা দিতে পারবে কী না এই নিয়ে শঙ্কায় আছে পরীক্ষার্থীরা।

দেশের এই পরিস্থিতিতে এখনও এসএসসি পরীক্ষা শেষ হয়নি। তবে কি করে আরেকটি পাবলিক পরীক্ষা সঠিক সময়ে শেষ হবে তাই নিয়েই চিন্তিত পরীক্ষার্থী ও অভিভাবকরা।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্র ও পরীক্ষার্থী অনুপম বলে, সময় অনুযায়ী পরীক্ষা না হলে  মানসিক প্রস্তুতি নষ্ট হয়ে যায়।

লিমা নামের এক পরীক্ষার্থী বলে,"যদি সুস্থ পরিবেশে লেখাপড়াই না করতে পারি, তবে দেশের উন্নয়নে সামিল হব কি করে।"

রাব্বী নামের আরেক পরীক্ষার্থী জানায়, হরতালে পরীক্ষা সময়মত হবে কী না এ দোলাচালেই তারা অস্থির হয়ে আছে। ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতেও পারছে না।

রমেন্দ্রনাথ সরকার নামের একজন অভিভাবক জানান, প্রতিদিনের পরীক্ষা প্রতিদিন না হলে পরীক্ষার্থীদের যে কতটা বিপাকে পড়তে হয়, তা একজন পরীক্ষার্থীই বুঝতে পারবে। এছাড়া অন্যান্য পরীক্ষার পরিকল্পনাগুলোও ভেস্তে যায়।

অনেক পরীক্ষার্থী ও অভিভাবক এর সমাধান চান। এভাবে চলতে থাকলে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যও তেমন সময় পাবে না বলেও উৎকণ্ঠা প্রকাশ করেন অভিভাবকদের অনেকেই। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com