ফেইসবুককে না অভিভাবকের

ফেইসবুককে শিশুদের উপযোগী মনে করেন না অনেক শিক্ষক ও অভিভাবক। তারা ভাবছেন শিশুরা এতে নানা ঝামেলায় পড়ছে।

মুক্তা নামে আমার এক ফেইসবুক ফ্রেন্ড জানায়, কিছুদিন আগে তার আইডি হ্যাক হয়েছিল।

হ্যাকাররা ওর আইডি থেকে অনেক বাজে স্ট্যাটাস পোস্ট করতে থাকে। এতে ও বিড়ম্বনায় পড়ে।

শিক্ষার্থীদের ফেইসবুক ব্যবহার নিয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষিকা তাহমিনা বেগম বলেন,“শিশুরা মানসিকভাবে এতটা পরিণত নয় যে, ১৮ হওয়ার আগে তারা ফেইসবুকের জটিলতাগুলো বুঝবে। তাই ১৮ এর আগে ফেইসবুকে আইডি না খোলাই ভালো।

“কেউ যদি খুলেও থাকে সেক্ষেত্রে মা-বাবার উচিৎ তার কার্যক্রম পর্যবেক্ষণে রাখা।”

বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন রয়েছে। কেউ হয়রানির শিকার হলে অভিভাবকের আইনের আশ্রয় নেওয়া উচিত বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এই শিক্ষিকা।

এক অভিভাবক বলেন, প্রত্যেক অভিভাবকের উচিত এই ব্যাপারে সতর্ক থাকা। সতর্ক না থাকলে এর অপব্যবহার হতে পারে।

এছাড়া অনেক বেশি সময় ধরে ফেইসবুকে থাকলে লেখাপড়ার ক্ষতি হয় বলে মনে করেন অন্য এক অভিভাবক।

তবে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে শহরের বন্দি জীবনে ফেইসবুক তাদের যোগাযোগের সুযোগ করে দিয়েছে। ফেইসবুকিং করে আনন্দও পায় তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com