জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শিশু দিবস ২০১৫ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আর্কাইভস ও গণগ্রন্থাগারের আয়োজনে শিশু-কিশোর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার আগারগাঁও এ এই শিশু-কিশোর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শতাধিক শিশু-কিশোর ‘ক’ ও ‘খ’ এই দুই গ্রুপে ভাগ হয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে জাতীয় আর্কাইভস ও গণগ্রন্থাগার মিলনায়তনে অধিদপ্তরের পরিচালক অদুদুল বারী চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন খান।

দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট ছয় জন শিশু-কিশোরকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

‘খ’ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোরের শিশুসাংবাদিক নাফিসা ইসলাম তুলতুল।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com