রাজশাহী বিভাগে পাঁচ 'জয়িতা' নির্বাচিত

জীবন সংগ্রামে বিভিন্ন ক্ষেত্রে জয়ী তৃণমূল নারীদেরকে আত্মশক্তিতে অনুপ্রাণিত করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে পাঁচ নারীকে 'জয়িতা' হিসেবে নির্বাচন করা হয়ছে।

বুধবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' নামের কর্মসূচিতে তাদের প্রত্যেককে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ১০ হাজার টাকা দেওয়া হয়।

নির্বাচিতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মিনতি রাণী বসাক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে রাজশাহীর তানোর উপজেলার ফিরোজা খাতুন সীমা, সফলজননী হিসেবে নাটোরের লালপুরের রহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুনভাবে জীবন শুরু করা রাজশাহী নগরীর নার্গিস আক্তার শরিফা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা রাজশাহীর বাঘা উপজেলার শরিফা খাতুন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com