শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

ইপিআই ও ইউনিসেফের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘ইমিউনাইজেশন সেভস চিলড্রেন লাইফ’ নামের তিনদিনব্যাপী এক চিত্রকর্ম প্রদশর্নী এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান।

বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানটির উদ্বোধন হবে ১১ মার্চ, বুধবার বিকালে।

হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।

ওইদিন বিকাল তিনটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন, ইপিআই-এর প্রোগ্রাম ম্যানেজার আবদুর রহিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি এন পারানিয়েনথারান, প্রখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার, ইউনিসেফ বাংলাদেশ-এর যুগ্ম প্রতিনিধি লুইস এমভোনো এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন অধিদপ্তরের দায়িত্বশীল প্রতিনিধি।

অনুষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সী প্রতিযোগিদের মধ্যে থেকে কয়েকজনকে পুরস্কৃত করা হবে। এর আগে তারা ইপিআই আয়োজিত একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার প্রদান শেষে শুরু হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বাছাইকৃত কিছু চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী।

প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত।

পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধান করছে বাঙলা কমিউনিকেশন লিমিটেড।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com