তৃণমূল শিক্ষার্থীদের  অংশগ্রহণে প্রতিযোগিতা

ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চ্যানেল আইতে ১১ মার্চ থেকে শুরু হচ্ছে তৃণমূল শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুপ্রতিভার প্রতিযোগিতা 'তারায় তারায় দীপশিখা'।

এ উপলক্ষে ব্র্যাক ও চ্যানেল আই এর পক্ষ থেকে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিচারক শাহিন সামাদ ও সামিনা নাফিজ।

কোয়াটার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত মোট ১২টি পর্ব চ্যানেল আইতে প্রচার হবে। কোয়ার্টার ফাইনালের ৫ পর্বের জন্য টিকে ছিল সারাদেশ থেকে নির্বাচিত ৯২ জন প্রতিযোগি।

এইসব সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে আদিবাসী, প্রতিবন্ধী, বেদেপল্লী, যৌনপল্লী ও হরিজন সম্প্রদায়ের শিশুরাও অন্তর্ভুক্ত।

এই আয়োজনে সংগীত বিভাগে বিচারক হিসেবে আছেন শাহিন সামাদ ও বাপ্পা মজুমদার, নৃত্যে মিনু হক ও হাসান ইমাম, চিত্রাঙ্কনে আবুল বারক আলভী ও সামিনা নাফিজ, আবৃত্তিতে ডালিয়া আহমেদ ও শিমুল মুস্তফা।

তারায় তারায় দীপশিখা অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া এবং পরিচালনা করছেন রেহানা সামদানী। প্রচার হবে প্রতি বুধবার রাত ৭.৫০ মিনিটে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com