কুড়িগ্রামে দোল উৎসব

কুড়িগ্রামে বৃহস্পতিবার শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভ দোল যাত্রা উৎসব।   

‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে  
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ -এই মহানামসুধা উচ্চারণের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা । 

হিন্দু ধর্মালম্বীরা তিন দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিন আবির , দ্বিতীয় দিন রং আর তৃতীয় দিন কাদামাটি খেলার মাধ্যমে দোলযাত্রা বা হোলি উৎসব পালন করেন।  
দোলযাত্রা উপলক্ষ্যে কুড়িগ্রাম কেন্দ্রীয় জিউ রাধা গোবিন্দ মন্দিরে আয়োজন করা হয় নামসুধা কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, ও মহাপ্রভুর ভোগ আরতি । ৩দিনের মহা উৎসব চলবে ৭মার্চ শনিবার পর্যন্ত।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com