ইলেকট্রনিক মিডিয়ায় অংশগ্রহণ বিষয়ক কর্মশালা শেষ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ইলেকট্রনিক মিডিয়ায় শিশুদের অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  শেষ হয়েছে।

রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এর সমাপনী অনুষ্ঠান করা হয়।

বক্তৃতা, আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে টিভি ও রেডিও অনুষ্ঠানের ধারণা তৈরি, গল্প নির্বাচন, স্ক্রিপ্ট তৈরি, শুটিং, রেকর্ডিং ও এডিটিং এর কলাকৌশল শিশুদেরকে হাতেকলমে শেখানোর উদ্দেশ্যে ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই আয়োজন করে।

চার দিনের কর্মশালা শেষে অপরাজেয় বাংলাদেশ থেকে আসা  শিশু রাজু জানায়, আমরা অনেক কিছু শিখেছি। এখানে এসে অনুষ্ঠান তৈরি করার পদ্ধতি জানতে পেরেছি। আমরা দলগতভাবে রেডিওর জন্য একটি অনুষ্ঠান বানিয়েছি।

কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেসার উদ্দিন ভূঁইয়া বলেন, চার দিনের কর্মশালার মাধ্যমে শিশুরা নিজেরাই ভালোভাবে অনুষ্ঠান তৈরির বিষয়ে আত্মবিশ্বাসী হয়েছে, এ বিষয়ে তারা দক্ষও হয়েছে। আশা করি তাদের মধ্য থেকে ভালো অনুষ্ঠান নির্মাতা তৈরী হবে।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক মো.  নজরুল ইসলাম ও অতিরিক্ত সচিব শচীন্দ্র নাথ হালদার।   

কর্মশালায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকসহ অপরাজেয় বাংলাদেশ ও বাংলাদেশ বেতার এর মোট ২৪ জন শিশু নেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com