অভিজিৎ হত্যার প্রতিবাদে

সাম্প্রদায়িক-ধর্মান্ধ জঙ্গীদের আঘাতে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনের সময় তারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করেছে।

চোখ-মুখ কালো কাপড়ে বেঁধে, প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা মানববন্ধন করে। এর প্রতিবাদ জানাতে তারা ফেইসবুক থেকে একত্রিত হয়।

এ নিয়ে সেতু নামের একজন বলে,"আমরা বিচার দাবি করে আসিনি এখানে। কারণ জানি কোনোদিন এ হত্যার বিচার হবে না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ফলাফল নেই।"

তাহলে কেন এসেছ জানতে চাইলে বলে,"অন্যদের সজাগ করতে এসেছি। বোঝাতে এসেছি অভিজিৎ রায় আমাদের সম্পদ ছিলেন।"

তারা এর আগে শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে রাজু ভাস্কর্যের সামনে এবং শনিবার খামারবাড়িতে রাস্তায় বসে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উল্টো দিকের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে হামলার শিকার হন এই যুক্তিবাদী লেখক ও তার স্ত্রী বন্যা আহমেদ। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com