ইট ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ

রাজশাহীতে আইন না মেনেই কৃষিজমিতে গড়ে উঠেছে প্রায় দেড় শ ইট ভাটা।

এসব ইট ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। এতে একদিকে অবাধে গাছ কেটে ফেলা হচ্ছে অপরদিকে ভাটার কালো ধোঁয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও পরিবেশ।

রাজশাহীর প্রত্যন্ত গ্রামের আনাচে কানাচে গড়ে উঠেছে এসব ইট ভাটা। আইন মতে লোকালয়, ফসলের মাঠের তিন কিলোমিটারের মধ্যে কোনো ইট ভাটা করা যাবেনা।

অথচ এসব ইট ভাটা স্থাপনে এই নিয়ম মানা হচ্ছে না। স্থানীয় পদ্ধতিতে তৈরি এসব ইট ভাটা কয়লার বিকল্প হিসেবে কাঠ পড়ানো হয় বলে জানান, রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী।

রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন বলেন, লাইসেন্স না থাকা ও কয়লার বদলে কাঠ পোড়ানোর অভিযোগে অনেক ইটভাটার মালিককে জেল ও জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজশাহী মিজানুর রহমান বলেন, লোকবল সংকট ও প্রভাবশালী মহলের কারণে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। তবে মাঝেমধ্যেই জেলা প্রশাসনের সহযোগিতায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com