মিরপুরের রূপনগরে শিশুসাংবাদিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা মহানগরীতে হ্যালোর শিশুসাংবাদিক বাছাইয়ের কর্মসূচি হিসেবে মিরপুরের রূপনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় একই স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ঘণ্টাব্যাপি এই বাছাই পরীক্ষায় প্রায় ২০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা দিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা বেশ উৎসাহিত।

নাবিনা আক্তার মোহনা নামের এক পরীক্ষার্থী বলে, এখানে পরীক্ষা দিতে এসে তার ভাল লেগেছে।

“যদি নির্বাচিত হই তাহলে শিশুদের সমস্যা, চাহিদা নিয়ে লিখব।’’ জাহিদ হাসান জানায়, এই পরীক্ষার মাধ্যমে তার মেধা যাচাই হচ্ছে। তাই তার উৎসাহ অনেক। মহানগরের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয়া হবে। তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।

 হ্যালোর নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো জানিয়েছেন আগ্রহী অন্য স্কুল ও শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন হ্যালোর ইমেইলে, [email protected]. 'আমার কথাও যাবে বহুদূর' ধ্বনি দিয়ে গ্রামীণফোনের অংশীদারিত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজন করছে। এর আগে দেশের ২৩টি জেলায় শিশুসাংবাদিক বাছাই পরীক্ষা ও উৎসব হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com