'ক্লাস করতে চাই'

এ বছরের পয়লা জানুয়ারি দেশব্যাপী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত চার কোটি চার লাখ ৫২হাজার ৩৭৪ জন শিক্ষার্থীকে প্রায় ৩২কোটি ৬৩ লাখ ৪৭হাজার ৯২৩টি বই দেওয়া হয়েছে।

নতুন বই পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে পড়লেও হরতাল অবরোধে স্কুলে যেতে না পারায় সে আনন্দে ভাটা পড়তে শুরু করেছে।

এই সহিংসতার কারণে বেশির ভাগ স্কুলই বন্ধ থাকে। যেগুলো খোলা থাকে সেসব স্কুলে উপস্থিতি খুবই কম। উপস্থিতি কম বলে শিক্ষকরাও ঠিকমত ক্লাস নিচ্ছেন না।

এ ব্যাপারে কথা হলে নবম শ্রেণির ছাত্র রিয়াদ বলে, মনে আতঙ্ক কাজ করে। আমাদের সাথে কেন অত্যাচার? আমরা ক্লাস করতে চাই।

একই ক্লাসের সিফাত আলম সানি জানায়, হরতাল-অবরোধে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।

শুধু দিনাজপুরই না এর পাশে সবজেলাগুলোতেও একই পরিস্থিতি। পরিচিত দু' এক জনের সাথে কথা বলে জানলাম, তারাও নিয়মিত ক্লাস করতে চায়। তাদের দাবি এই একটাই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com